ঢাকা | বঙ্গাব্দ

ভালভের্দের শেষ মুহুর্তের গোলে রিয়াল মাদ্রিদের জয়

সান্তিয়াগো বের্নাবেউয়ে বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল, ২০২৫
ভালভের্দের শেষ মুহুর্তের গোলে রিয়াল মাদ্রিদের জয় ভালভের্দের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

শিরোপার দৌড়ে থাকা রিয়াল মাদ্রিদ রোববার (২০ এপ্রিল) ঘরের মাঠে অ্যাথলেতিক বিলবাওকে আতিথ্য দেয়। নাটকীয় শেই ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।  


সান্তিয়াগো বের্নাবেউয়ে বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোলটি করেছেন ফেদে ভালভের্দে।


প্রথমার্ধ বিবর্ণ খেলার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় বইয়ে দেয় রিয়াল। তবুও বিলবাওয়ের ডিফেন্স ভাঙতে পারছিল না এমবাপ্পে বিহীন রিয়াল। অবশেষে ম্যাচের নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে গোল করে রিয়ালকে জয় উপহার দেন উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দে।


বক্সে বিলবাও বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ভালভের্দে। উল্লাসে ফেটে পড়ে গোটা বের্নাবেউ।


৩২ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। লিগে এখনও বাকি ৬ ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচ খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচ দেখতে ঠিকই মাঠে উপস্থিত ছিলেন রিয়ালের এই ফরাসি তারকা। 


thebgbd.com/NIT