ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন একত্র করার সুপারিশ

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন একত্র করার সুপারিশ ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আবার একত্র করে একটি একক মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। কমিশনের মতে, বর্তমান বিভক্ত কাঠামোয় কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না।


গত রবিবার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়। এতে বলা হয়েছে, একক সিটি করপোরেশনের অধীনে ঢাকা শহরকে ২০টি অঞ্চলভিত্তিক ‘সিটি কাউন্সিল’ এ ভাগ করা যেতে পারে। প্রতিটি কাউন্সিল এলাকার ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হবে এবং সেখানেই স্থানীয় সেবা কার্যক্রম পরিচালিত হবে।


সিটি কাউন্সিলগুলোর নিজস্ব প্রশাসন, বাজেট ও কর সংগ্রহের ক্ষমতা থাকবে। স্থানীয় জনগণ সরাসরি ভোটে কাউন্সিলর নির্বাচন করবেন, যাদের মধ্য থেকে কাউন্সিলের মেয়র হবেন নির্বাচিত। ঢাকার সব কাউন্সিলের সমন্বয়ে গঠিত মহানগর করপোরেশনের মেয়র নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটে, যেখানে বাইরের উপযুক্ত ব্যক্তিরাও প্রার্থী হতে পারবেন।


প্রতিটি সিটি কাউন্সিল জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা নির্মাণ-রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স প্রদানসহ নাগরিক সেবা দেবে।


কমিশনের প্রস্তাবিত ২০টি সম্ভাব্য সিটি কাউন্সিল এলাকাগুলোর মধ্যে রয়েছে বনানী-গুলশান, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি-রায়েরবাজার, লালবাগ, যাত্রাবাড়ী, মতিঝিল-রমনা, বসুন্ধরা-ভাটারা, ডেমরা, তেজগাঁও-আগারগাঁও এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল।


উল্লেখ্য, ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত করে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি গঠিত হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।


এ প্রস্তাব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবীর মত দেন, দুই সিটি করপোরেশন থাকলে সেবা দেওয়া সহজ হলেও মেয়র নির্বাচনে জনগণের সরাসরি ভোটাধিকার অক্ষুণ্ণ রাখা গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য।


thebgbd.com/NIT