প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
এ নিয়ে মামলায় মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করা হয়। এরও আগে রোববার রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে।
ঘটনার পেছনের কারণ হিসেবে জানা গেছে, গত ১৯ এপ্রিল বিকালে পারভেজের সঙ্গে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে পারভেজ ও প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কিছু শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে বিষয়টি মীমাংসার দাবি করলেও ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে ৩০ থেকে ৪০ জন মিলে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা ও সংশ্লিষ্টতা উদঘাটনের চেষ্টা চলছে।
thebgbd.com/NIT