প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে র্যাব তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে। মামলার অন্য ছয় আসামির মধ্যে দুইজনকে রিমান্ডে নেয়া হয়েছে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার সূত্রপাত গত ১৯ এপ্রিল বিকেলে, পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।
তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পরপরই পারভেজকে ৩০ থেকে ৪০ জন যুবক ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষাঙ্গনে নেমে আসে শোকের ছায়া এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে।
thebgbd.com/NA