নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনসহ ইসলামবিদ্বেষী যেকোনো প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। আজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক সমাবেশে এই দাবি জানায় দলটি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
খেলাফত মজলিসের আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে ইসলাম ও মুসলিম পরিবার কাঠামোর বিরুদ্ধে অবস্থান রয়েছে। তিনি বলেন, এসব দাবি ইসলামবিদ্বেষী এবং তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত।
এ সময় ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতনেরও নিন্দা জানান তিনি। একই সঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ না হলে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দেন দলের নেতারা।
thebgbd.com/NA