লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় ভাঙচুর ও ডাকাতির অভিযোগ ওঠার পর ঘটনাটি অস্বীকার করেছে পুলিশ। তারা বলছে, এটি ছিল মারধরের ঘটনা, যা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়, কিছু পত্রিকায় "পুলিশের টহল দলের সামনে ডাকাতি, ১৪ লাখ টাকা লুট" শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও বাস্তবে বিষয়টি ভিন্ন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলে থাকা তিন আরোহী টোল না দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। টোল কর্মচারী তাদের থামাতে গেলে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের এক এসআই উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে একই দিন রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল চালক মাহফুজার রহমানের নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি টোল প্লাজায় এসে কর্মচারীদের মারধর করে। এতে একজনের মাথা ফেটে যায় এবং ম্যানেজারও আহত হন।
পুলিশ জানায়, ঘটনার সময় কোনো ভাঙচুর বা ডাকাতির ঘটনা ঘটেনি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং টোল কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে, যা তদন্তাধীন।
thebgbd.com/NA