ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে সাইফুল ইসলাম টুকুন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০২৫
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু ছবি : সংগৃহীত।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে সাইফুল ইসলাম টুকুন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে কারাগারে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।


কারারক্ষী মিলন জানান, সকালে সাইফুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইফুল ইসলাম জামালপুর সদর জেলার ডিয়াতলা গ্রামের মো. আফছার আলীর ছেলে ছিলেন, তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছিল সে বিষয়ে জানা যায়নি।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



thebgbd.com/NA