ঢাকা | বঙ্গাব্দ

গুজরাটে ৫৫০ বাংলাদেশি আটক

ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৬ এপ্রিল, ২০২৫
গুজরাটে ৫৫০ বাংলাদেশি আটক ছবি : সংগৃহীত।

ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে আটক করা হয়। তাদের মধ্যে ১০০ জনের মতো অবৈধ। শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।


পত্রিকাটি জানায়, গুজরাট পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ অভিযান শুরু হয়েছিল গুজরাটের অহমদাবাদ থেকে। প্রথম কয়েক ঘণ্টাতেই একশ’র বেশি বাংলাদেশিকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেকের খবর পায় পুলিশ। শুরু হয় জায়গায় জায়গায় ধরপাকড়। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের পুলিশ জানায়, অবৈধভাবে সাড়ে ৫০০ বাংলাদেশি নাগরিক ভারতে ঢুকেছিলেন। গুজরাটে তারা কাজকর্ম করছিলেন। তবে কারও কাছেই বৈধ কোনো নথিপত্র নেই। তাই সকলকে আটক করা হয়েছে। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।


পিটিআই জানায়, অহমদাবাদে অনুপ্রবেশকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছিল ভোর ৩টায়। ডিসিপি অজিত রজিয়ানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জন বাংলাদেশিকে আটক করা হয়। স্থানীয় কয়েক’টি সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা শুরু করেছে পুলিশ।


জানা যাচ্ছে, ২০২৪ সালের এপ্রিলে অনুপ্রবেশকারী সংক্রান্ত দু’টি এফআইআর দায়ের হয়। তখনই ১২৭ জন গ্রেপ্তার হন। তাদের মধ্যে ৭৭ জনকে বাংলাদেশ পাঠানো হয়েছে। অন্যদিকে, গত কয়েক সপ্তাহের মধ্যে গুজরাট তো বটেই, দিল্লিতেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটক এবং গ্রেপ্তার করা হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের বড় চক্রগুলিকে ধরার চেষ্টায় রয়েছে পুলিশ।


thebgbd.com/NA