গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। একটি বাড়িতে আঘাত হানার পর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়েছেন। গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেন, ‘ভোর থেকে বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন।’ তিনি বলেন, গাজা শহরের সাবরা এলাকায় আল-খৌর পরিবারের বাড়িতে এক হামলায় ১০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০ জন চাপা পড়েছেন। এর আগে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছে।
হামলায় বেঁচে যাওয়া উম্মে ওয়ালিদ আল-খৌর বলেন, যখন হামলা করা হয়, তখন সবাই তাদের সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিলেন। তিনি আরো বলেন, ‘আমাদের ওপর ভবনটি ধসে পড়ে। যারা বেঁচে গেছে, তারা সাহায্যের জন্য চিৎকার করেছে। কিন্তু তাদের সাহায্যে কেউ আসেনি। হতাহতদের বেশিরভাগই শিশু।’ এএফপি’র একটি ফুটেজে ধ্বংসস্তূপের নিচ থেকে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করতে দেখা গেছে।
মুগাইর বলেন, শহরের অন্যত্র হামলার মধ্যে আল-শাতি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। গাজা উপত্যকাজুড়ে হামলায় আরও চারজন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার হামাস-নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে মোট নিহতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।
সূত্র: এএফপি
এসজেড