ঢাকা | বঙ্গাব্দ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি ছাত্রদলের

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরিতে উদাসীন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ এপ্রিল, ২০২৫
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি ছাত্রদলের ছবি : সংগৃহীত।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরিতে উদাসীন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব যেখানে মনেপ্রাণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ধারণ করে, সেখানে এনসিটিবির এ বিষয়ে অবহেলা লক্ষ্য করা যাচ্ছে।


ছাত্রদলের দাবি, এনসিটিবি কর্তৃপক্ষ বীর শহীদদের আত্মত্যাগের বিষয়টি পাঠ্যক্রমে যথাযথভাবে উল্লেখ করছে না। সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরীকে ‘ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী’ আখ্যায়িত করে তাদের অবিলম্বে অপসারণের আহ্বান জানানো হয়েছে।


ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আগামী প্রজন্মকে গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জানানো জরুরি। কিন্তু এনসিটিবির বর্তমান নীতিনির্ধারকরা ফ্যাসিবাদকে লালন করছে বলে অভিযোগ করেন তারা। ছাত্রদলের মতে, এনসিটিবি থেকে ফ্যাসিস্টদের অপসারণ ছাড়া ইতিহাসের সত্যিকারের শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।


thebgbd.com/NA