ঢাকা প্রিমিয়ার লিগে ফের শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। গতকাল শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর মেজাজ হারানোর ঘটনায় তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আচরণবিধি ভঙ্গের কারণে ম্যাচ রেফারি আখতার আহমেদ হৃদয়কে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেন। হৃদয়ের নামের পাশে আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল, নতুন পয়েন্ট যুক্ত হয়ে সেটি দাঁড়িয়েছে ৮-এ। নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্ট মানেই চার ম্যাচের নিষেধাজ্ঞা।
এর আগে ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন হৃদয়, যা পরে বাড়িয়ে দুই ম্যাচ করা হয়। সেই শাস্তি নিয়ে বিসিবিতে দুই দফায় নাটক হয়, নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত করা হয়।
তবে এবার নতুন করে পাওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত চিঠি হৃদয় ও মোহামেডান ক্লাবের কাছে পৌঁছে গেছে।
তাওহীদ হৃদয়ের জন্য এই শাস্তি বড় ধাক্কা, বিশেষ করে যখন তার দল প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইয়ের মুখে।
thebgbd.com/NA