বাংলাদেশ টানা দুই বছর ধরে খাদ্য মূল্যস্ফীতির উচ্চ ঝুঁকির ‘লাল’ তালিকায় রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের ১৭২টি দেশের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেছে সংস্থাটি। এতে দেখা গেছে, বাংলাদেশসহ ১৫টি দেশ ‘লাল’ শ্রেণিতে রয়েছে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে।
বাংলাদেশের পাশাপাশি কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, গাম্বিয়া, গিনি, মাদাগাস্কার, ঘানা, ভারত, লাওস, লেসেথো, তিউনিসিয়া, জাম্বিয়া, বেলারুশ ও রাশিয়াও রয়েছে এই তালিকায়।
বিশ্বব্যাংক দেশগুলোর খাদ্য মূল্যস্ফীতির মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে ভাগ করেছে: ৩০ শতাংশ বা তার বেশি মূল্যস্ফীতির দেশগুলো 'বেগুনি', ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে থাকা দেশগুলো 'লাল', ২ থেকে ৫ শতাংশের মধ্যে হলে 'হলুদ' এবং ২ শতাংশের কম হলে 'সবুজ' শ্রেণিতে রাখা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত গত এক বছরে দেশের গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। টানা ১০ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল, যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। গত বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি উঠে যায় ১৪ দশমিক ১০ শতাংশে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেছেন, খাদ্য মূল্যস্ফীতি কমানো বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য মুদ্রানীতির পাশাপাশি রাজস্বনীতি সমন্বয় করা এবং বাজার তদারকি বাড়ানোর পরামর্শ দেন তিনি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও দেখা গেছে, মালাওয়ি, দক্ষিণ সুদান, হাইতি, মিয়ানমার, আর্জেন্টিনা ও তুরস্ক টানা এক বছর ধরে সবচেয়ে খারাপ অবস্থা 'বেগুনি' শ্রেণিতে রয়েছে। অপরদিকে সুইজারল্যান্ড, সুইডেন, সৌদি আরব, ম্যাকাও, চীন, ফ্রান্স, ফিনল্যান্ড ও বেনিন রয়েছে খাদ্য মূল্যস্ফীতিতে সবচেয়ে ভালো অবস্থা 'সবুজ' শ্রেণিতে।
thebgbd.com/NA