ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নিজ হাতে নৌকা ভাস্কর্য ভাঙলেন গোপালগঞ্জের আবু ছাইদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার আজ রোববার সকালে নিজ হাতে নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ এপ্রিল, ২০২৫
আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নিজ হাতে নৌকা ভাস্কর্য ভাঙলেন গোপালগঞ্জের আবু ছাইদ ছবি : সংগৃহীত।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার আজ রোববার সকালে নিজ হাতে নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছেন। প্রায় ৩০ বছর ধরে আওয়ামী লীগে থাকা আবু ছাইদ এবার দল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।


পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে নিজের বাড়ির সামনে পুকুরপাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে তৈরি করা নৌকা ভাস্কর্যটি তিনি নিজেই ভাঙেন। ভাস্কর্য ভাঙার সময় তিনি现场 উপস্থিত ছিলেন। দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্বে থাকা আবু ছাইদ শিকদার প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ভাগ্নে।


স্থানীয় আওয়ামী লীগ নেতারা আবু ছাইদের এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন। পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু ছাইদ তার মামার প্রভাব খাটিয়ে চেয়ারম্যান হয়েছিলেন এবং পরবর্তী সময়ে বিপুল দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আওয়ামী লীগের দুর্দিনে এসে তাঁর এই ব্যবহারে আমরা ব্যথিত। নৌকা ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।


এ বিষয়ে আবু ছাইদ শিকদার বলেন, "যার দল করি, তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না। তিনি আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।"


thebgbd.com/NA