রাজধানীর উত্তরখানে রাজউকের উচ্ছেদ অভিযানে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকার জানিয়েছেন, গণঅভ্যুত্থানের আগে রাজউকের অভিযান চলাকালে রাজনৈতিক নেতারা বাধা দিতেন, এখন আর তা নেই।
আজ রোববার সকালে মাদারবাড়ি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। লিটন সরকার বলেন, রাজধানীতে তিন হাজারেরও বেশি অবৈধ ভবন রয়েছে, যেগুলোর বিরুদ্ধে রাজউক ধারাবাহিকভাবে অভিযান চালাবে। পরিকল্পিত নগরী গড়তে কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে অভিযানে উপস্থিত ভবন মালিকরাও স্বীকার করেছেন, তারা রাজউকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ করেছেন। তাদের দাবি, স্থান সংকুলান করার জন্য পরিকল্পনা জমা দিলেও রাজউক থেকে অনুমতি পাননি।
রাজউক কর্তৃপক্ষও জানিয়েছে, রাজধানীতে অসংখ্য অবৈধ ভবন ও স্থাপনা রয়েছে এবং এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
thebgbd.com/NA