ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাসহ তিন বিভাগে তীব্র বজ্রপাত ও শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

ঢাকাসহ দেশের তিনটি বিভাগের ওপর দিয়ে আজ সোমবার (২৮ এপ্রিল) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ এপ্রিল, ২০২৫
ঢাকাসহ তিন বিভাগে তীব্র বজ্রপাত ও শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা ছবি : সংগৃহীত।

ঢাকাসহ দেশের তিনটি বিভাগের ওপর দিয়ে আজ সোমবার (২৮ এপ্রিল) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সব জেলার ওপর দিয়ে শতভাগ সম্ভাবনায় ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।


সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তিনি আরও জানান, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ওপর আজ দুপুরের পর থেকে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের কিছু এলাকায় ইতিমধ্যে বজ্রপাত শুরু হয়েছে এবং দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের সব জেলায় হালকা বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।


পোস্টে আরও বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার ওপর দিয়ে ইতিমধ্যে ঝড় শুরু হয়েছে। দুপুর ১২টা থেকে ২টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে কুমিল্লা দক্ষিণ, ফেনী, নোয়াখালী, মধ্য ও দক্ষিণ চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।


রাজশাহী বিভাগে দুপুর ৩টা থেকে রাত ১২টার মধ্যে, খুলনা বিভাগে দুপুর ৩টা থেকে রাত ১২টার মধ্যে এবং রংপুর বিভাগে বিকেল ৫টা থেকে রাত ৩টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগে রাত ৯টা থেকে আগামীকাল ভোর ৫টার মধ্যে এবং সিলেট বিভাগে রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।


thebgbd.com/NA