ঢাকা | বঙ্গাব্দ

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

শহিদ রাজায়ী বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১৩৮ জন এখনো হাসপাতালে রয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৮ এপ্রিল, ২০২৫
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ এখনও আগুন জ্বলছে।

ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহতদের মধ্য থেকে হাজারেরও বেশি ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


হরমুজগান গভর্নরেটের সংকট ব্যবস্থাপনা পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’কে বলেন, শহিদ রাজায়ী বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১৩৮ জন এখনো হাসপাতালে রয়েছেন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড