ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাসলিমা আক্তার (৩০) নামের এক অন্তঃসত্ত্বা নারী।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০২৫
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ছবি : সংগৃহীত।

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাসলিমা আক্তার (৩০) নামের এক অন্তঃসত্ত্বা নারী। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জয়দেবপুর থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে সীমা নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে।


বাকি তিনজনের মধ্যে পারভীন দগ্ধ হয়েছেন ৩২ শতাংশ, তানজিলা ৯০ শতাংশ এবং শিশু আয়ান ২৮ শতাংশ। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


নিহত তাসলিমার স্বামী আলী হোসেন জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন। তাদের রয়েছে ১১ বছর বয়সী একটি ছেলে এবং ১০ বছরের একটি মেয়ে। তাসলিমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।


তিনি আরও জানান, গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রী, মেয়ে ও তিন প্রতিবেশী নারী দগ্ধ হন। ঘটনার পর রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


তাসলিমার গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার কাসেম আলীর বাড়ি। পরিবারটি গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসায় বসবাস করছিল।


এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Thebgbd.com/NA