বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট। সোমবার (২৮ এপ্রিল) কোম্পানিটির সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, যা তিনি সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
ফয়েজ আহমদ লিখেছেন, "আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সাথে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।"
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক এর আগমন এবং তাদের লাইসেন্স অনুমোদনের মধ্য দিয়ে বিগ টেক জায়ান্টদের আগমনের সূচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে আরও প্রযুক্তি প্রতিষ্ঠান দেশে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি গেমিং, সামাজিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবা প্রদান করে থাকে। চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম রয়েছে।
এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
thebgbd.com/NIT