ঢাকা | বঙ্গাব্দ

এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ

বাংলাদেশ এখন এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে স্থান পেয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০২৫
এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ ছবি : সংগৃহীত।

বাংলাদেশ এখন এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে স্থান পেয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকাশিত ২০২৫ সালের বেসিক স্ট্যাটিসটিকস অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৪৫০.৫ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৪৫ হাজার ৫০ কোটি ডলার। দক্ষিণ এশিয়ায় এ পরিসংখ্যান অনুসারে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান—দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে।


এই জিডিপির পরিমাণ নির্ধারণে কৃষি, শিল্প ও সেবা খাতের সম্মিলিত উৎপাদনকে বিবেচনায় নেওয়া হয়। তবে প্রবাসী আয় এতে যুক্ত হয় না; তা যুক্ত হয় জিডিপির তুলনায় বড় পরিসংখ্যানে—মোট জাতীয় আয় (জিএনআই)-তে।


এডিবির তালিকায় বাংলাদেশের আগে যেসব দেশ রয়েছে সেগুলোর মধ্যে চীন (১৮.৯৭ ট্রিলিয়ন ডলার) ও ভারত (৩.৯১ ট্রিলিয়ন ডলার) শীর্ষে রয়েছে। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, তাইপে, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইন। বাংলাদেশ এই দেশগুলোর পরেই অবস্থান করছে।


এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মাইলফলক, যা দক্ষিণ ও পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অর্থনীতির ভেতরেও দেশের অবস্থানকে তুলে ধরেছে।


Thebgbd.com/NA