নাটকীয়তা আর উত্তেজনায় ভরপুর ছিল এবারের ফেডারেশন কাপের ফাইনাল। টানা সাত দিন পর আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) পুনরায় শুরু হওয়া অবশিষ্ট সময়েও ফয়সালা হয়নি, ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বসুন্ধরা কিংস ৫-৩ গোলে আবাহনীকে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখে।
টাইব্রেকারে শুরু থেকেই চাপ ছিল আবাহনীর ওপর। দ্বিতীয় শটে নাইজেরিয়ান ফুটবলার এমেকার শট ঠেকিয়ে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ। এরপর আবাহনীর চতুর্থ শট নেন মিরাজুল ইসলাম, যেটিও শ্রাবণ সেভ করেন। যদিও রেফারি আগে ফাউলের পতাকা তোলায় গোল বাতিল হয় এবং কিংসের গোলরক্ষক কোচ নয়ন রেফারির সঙ্গে আপত্তি জানিয়ে হলুদ কার্ড দেখেন।
মিরাজুল পুনরায় শট নিয়ে গোল করলেও আবাহনীর ওপর চাপ থেকে যায়। কিংসের হয়ে জোনাথন, মোরসালিন, তপু ও ইনসান টানা গোল করে সেই চাপ আরও বাড়িয়ে দেন। শেষ শট নিতে আসেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল। তার নিখুঁত শট জালে প্রবেশ করলে আবাহনীর পঞ্চম শট আর প্রয়োজন হয়নি।
এই জয়ে শুধু ফাইনালের শিরোপাই নয়, কোয়ালিফায়ারে আবাহনীর কাছে টাইব্রেকারে হারের প্রতিশোধও নেয় কিংস। সেই ম্যাচে আবাহনী দশজন নিয়ে জিতেছিল, আর এবার দশজন নিয়েই কিংস দেখাল শ্রেষ্ঠত্ব। কোচ ভ্যালরি তিতে এবার গোলরক্ষক পরিবর্তন না করে শ্রাবণের ওপর আস্থা রাখেন, আর সেই আস্থার প্রতিদান দেন শ্রাবণ। তাঁর সেভই কিংসকে এনে দেয় মর্যাদার শিরোপা।
Thebgbd.com/NA