হজের নিয়মাবলি কঠোরভাবে নির্ধারিত এবং তা যথাযথভাবে পালন করা জরুরি। তবে অসাবধানতাবশত বা ভুলবশত কেউ কোনো রোকন (অবশ্য পালনীয় অংশ) বা ওয়াজিব (অবশ্যকীয় কাজ) পালন করতে না পারলে ইসলাম তার জন্য করণীয়ও নির্ধারণ করে দিয়েছে।
যদি হজের কোনো রোকন যেমন আরাফায় অবস্থান, তাওয়াফে জিয়ারাহ বা সাঈ ইচ্ছাকৃতভাবে বাদ পড়ে, তবে হজ বাতিল হয়ে যেতে পারে এবং তা পরবর্তীতে পুনরায় আদায় করতে হবে। তবে যদি ওয়াজিব কাজের কোনোটি ছুটে যায়, যেমন মিনায় কঙ্কর নিক্ষেপ না করা, মুযদালিফায় রাত না যাপন করা বা নির্দিষ্ট দিনে কুরবানি না করা—তাহলে দম (একটি পশু কুরবানি) দিতে হয়।
কিছু ক্ষেত্রে ভুল শুধরানোর জন্য ফিদইয়া (ক্ষতিপূরণস্বরূপ দান) দিতে হয়, যা হতে পারে কোরবানি, রোজা রাখা, সদকা দেওয়া বা মিসকিনকে খাওয়ানো। ভুলের ধরন অনুসারে আলেমদের পরামর্শ নেওয়া উচিত, যেন ইসলামী শরিয়তের আলোকে যথাযথ করণীয় নির্ধারণ করা যায়।
সতর্কতা, জ্ঞান ও প্রস্তুতির অভাবে অনেকেই ভুল করেন। তাই হজে যাওয়ার আগে প্রশিক্ষণ গ্রহণ ও নিয়ম জানাটা অত্যন্ত জরুরি। হজে কোনো ভুল হলে তাওবা ও ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করতে হবে।
thebgbd.com/NA