ঢাকা | বঙ্গাব্দ

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”—অর্থ ও গুরুত্ব

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” হলো হজ ও ওমরাহর ইহরাম বাঁধার পর পাঠ করা বিশেষ ধ্বনি, যাকে তালবিয়া বলা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০২৫
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”—অর্থ ও গুরুত্ব ছবি : সংগৃহীত।

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” হলো হজ ও ওমরাহর ইহরাম বাঁধার পর পাঠ করা বিশেষ ধ্বনি, যাকে তালবিয়া বলা হয়। এটি হজযাত্রীদের পক্ষ থেকে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার প্রতীক।


আরবি পাঠ:

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ


বাংলা অর্থ:

“হে আল্লাহ! আমি হাজির, আপনার ডাকে সাড়া দিচ্ছি। আমি হাজির, আপনার কোনো শরিক নেই। নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত ও রাজত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই।”


গুরুত্ব:

এই বাক্যের মাধ্যমে একজন মুসলমান ঘোষণা করেন যে, তিনি দুনিয়ার সবকিছু ছেড়ে একমাত্র আল্লাহর নির্দেশ পালনে প্রস্তুত। এটি হচ্ছে ইখলাস, আনুগত্য ও তাওহিদের সরাসরি ঘোষণা। হজের সময় প্রতিবার তালবিয়া পাঠে ঈমানের নবায়ন হয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের মানসিকতা জাগ্রত হয়।


তালবিয়া পাঠ শুধু মুখের কথা নয়—এটি অন্তরের অনুভূতি ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রকাশ।


thebgbd.com/NA