ঢাকা | বঙ্গাব্দ

নারীদের হজ পালনের বিধান

  • নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল, ২০২৫
নারীদের হজ পালনের বিধান ফাইল ছবি

নারীদের জন্য হজ পালন পুরুষদের মতোই ফরজ, যদি তারা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হন এবং নিরাপদে যাত্রা করার সুযোগ পান। তবে নারীদের জন্য কিছু অতিরিক্ত শর্ত ও নিয়ম রয়েছে, যা ইসলামী শরিয়তের নির্দেশনা অনুযায়ী অনুসরণ করতে হয়।


প্রথমত, নারীর হজ ফরজ হওয়ার জন্য তার সঙ্গে মাহরাম (যার সঙ্গে বিয়ে বৈধ নয় এমন পুরুষ যেমন পিতা, ভাই, ছেলে ইত্যাদি) থাকা আবশ্যক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “কোনো নারী মাহরাম ছাড়া সফর করবে না।” (বুখারি ও মুসলিম)। তবে বর্তমানে অনেক ফিকহ বোর্ড ও মুসলিম রাষ্ট্র নিরাপদ ও দলবদ্ধ পরিবেশে নারীকে মাহরাম ছাড়া হজে যাওয়ার অনুমতি দিয়েছে, বিশেষ করে যদি নির্ভরযোগ্য নারী দল বা সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যান।


নারীদের ইহরাম পুরুষদের মতো নয়। তারা নির্দিষ্ট কাপড় পরে না, বরং সাধারণ পর্দাশীল পোশাকেই ইহরাম বাঁধেন। তবে মুখে নেকাব বা মুখ ঢাকা নিষেধ, কিন্তু পর্দার উদ্দেশ্যে ঘোমটা ঝুলিয়ে রাখা যায় যাতে কাপড় মুখে না লাগে।


হজের প্রতিটি আনুষ্ঠানিকতা—তাওয়াফ, সাঈ, আরাফায় অবস্থান, মিনায় কঙ্কর নিক্ষেপ, কুরবানি ইত্যাদি—নারীরা পুরুষদের মতোই পালন করেন। তবে নারীদের ক্ষেত্রে ভিড় ও নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে অনেক সময় কিছু সময় বা স্থানিক ছাড় দেওয়া হয়।


মাসিক অবস্থায় নারীরা তাওয়াফ ব্যতীত অন্যান্য কাজ করতে পারেন, তবে পবিত্র না হওয়া পর্যন্ত কাবা শরিফের তাওয়াফ করতে পারবেন না। এজন্য সময়ের সঠিক ব্যবস্থাপনা করা জরুরি।


সবশেষে, নারীদের হজ পালনে মূল উদ্দেশ্য হলো পর্দা, নিরাপত্তা ও শরিয়তের সীমা রক্ষা করে ইবাদত পালন করা। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ পালনের জন্য জ্ঞান ও প্রস্তুতি জরুরি।


thebgbd.com/NIT