ঢাকা | বঙ্গাব্দ

হজ ও ওমরাহ আদায়ের পদ্ধতি

  • নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল, ২০২৫
হজ ও ওমরাহ আদায়ের পদ্ধতি ফাইল ছবি

ইসলামের দুই গুরুত্বপূর্ণ ইবাদত হজ ও ওমরাহ পালনের জন্য মুসলিমদের অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। যদিও হজ ও ওমরাহ অনেকটাই একরকম, তবে সময় ও কিছু আমলে পার্থক্য রয়েছে।


ওমরাহ পালনের জন্য প্রথমেই মিকাতস্থল থেকে ইহরাম বাঁধতে হয়। এরপর কাবা শরিফে প্রবেশ করে সাতবার তাওয়াফ করতে হয়, যাকে তাওয়াফে কুদুম বলা হয়। তাওয়াফ শেষে সাফা থেকে মারওয়া পর্যন্ত সাতবার সাঈ সম্পন্ন করতে হয়। এরপর হালক বা কসর অর্থাৎ মাথার চুল মুণ্ডানো বা ছাঁটার মাধ্যমে ওমরাহ শেষ হয়।


অন্যদিকে হজের ক্ষেত্রে কার্যক্রম শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখে। ওইদিন ইহরাম বেঁধে মিনায় যাত্রা করতে হয়। ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা হয়, যা হজের মূল রোকন। এরপর মুযদালিফায় রাত যাপন, ১০ তারিখ মিনায় কঙ্কর নিক্ষেপ, কুরবানি, হালক বা কসর এবং কাবায় তাওয়াফে জিয়ারাহ সম্পন্ন করতে হয়। পরবর্তী দুই বা তিনদিন মিনায় কঙ্কর নিক্ষেপ অব্যাহত রেখে হজ শেষ করা হয়।


হজে তিনটি ধরন রয়েছে—তামাত্তু, কিরান ও ইফরাদ। ভিন্ন পরিস্থিতিতে মুসল্লিরা যে কোনো এক প্রকার হজ আদায় করে থাকেন।


সঠিকভাবে হজ ও ওমরাহ পালনের জন্য প্রস্তুতি, প্রশিক্ষণ ও শরিয়তসম্মত জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।


thebgbd.com/NIT