ঢাকা | বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে লড়বেন ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি ফারুক আহমেদ আসন্ন নির্বাচনে আবারও অংশ নিতে যাচ্ছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল, ২০২৫
বিসিবি নির্বাচনে লড়বেন ফারুক আহমেদ 'ঠিকানায় খালেদ মুহিউদ্দীন' শোয়ে অংশ নিয়ে বিসিবির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি ফারুক আহমেদ আসন্ন নির্বাচনে আবারও অংশ নিতে যাচ্ছেন। গেল বছর আগস্টে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর সভাপতি নির্বাচিত হন সাবেক এই ক্রিকেটার। তবে এটিকে নিজের শেষ মেয়াদ হিসেবে দেখতে রাজি নন তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারুক বলেন, বোর্ডের ভেতরে থাকা কিছু মহল তাকে পদচ্যুত করতে চায়। তিনি বলেন, “কিছু কোয়ার্টার আছে, যারা গত এক দশকে বোর্ডে দুর্নীতি করেছে, এখনো সক্রিয়। তারা এখনও চেষ্টা করছে আমাকে দমিয়ে রাখার। তাদের জবাব দিতেই আমি নির্বাচন করব অক্টোবরে।”


সূচি অনুযায়ী বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অক্টোবরে। তবে সভাপতি চাইলে তার আগেও নির্বাচন দিতে পারেন। যদিও বর্তমান পরিস্থিতিতে সময়মতো নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি।


ফারুক মনে করেন, দেশের ক্রিকেটের উন্নয়নই তার প্রধান লক্ষ্য। তাই বিরুদ্ধ পরিবেশে পিছু না হটে লড়াই করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। “সরে দাঁড়ালে সমস্যার সমাধান হবে না, লড়াই করে থাকতে হবে,” বলেন তিনি।


তবে তার নেতৃত্বাধীন বোর্ড বেশ কিছু বিতর্কের মুখেও পড়েছে। বিশেষ করে বিপিএল আয়োজনে অব্যবস্থাপনা এবং মাঠের পারফরম্যান্সে দলের ধারাবাহিকতা না থাকা নিয়ে সমালোচনা রয়েছে। এছাড়া বোর্ডে কাঙ্ক্ষিত সংস্কার আনতে গঠনতন্ত্রে পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ঢাকার কয়েকটি ক্লাবের তীব্র আপত্তিতে থমকে গেছে।


ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবির ভবিষ্যৎ কীভাবে রূপ নেবে, তা নির্ভর করছে এবারের নির্বাচনে তার সাফল্যের ওপর।


thebgbd.com/NIT