ঢাকা | বঙ্গাব্দ

আদানির সঙ্গে চুক্তিতে ৪০ কোটি ডলারের কর ফাঁকি, তদন্তে দুদক

  • নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল, ২০২৫
আদানির সঙ্গে চুক্তিতে ৪০ কোটি ডলারের কর ফাঁকি, তদন্তে দুদক ফাইল ছবি

বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলারের কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস ও তৎকালীন বিদ্যুৎ সচিবসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।


দুদকের উপপরিচালক রেজাউল করিম ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র তলব করে চিঠি পাঠিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। এর আগে এনবিআরের তদন্তে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে প্রায় ৩৯ কোটি ৭৩ লাখ ডলারের শুল্ক ও কর ফাঁকি দেওয়া হয়েছে।


তদন্তে আরও জানা যায়, আলোচিত এই চুক্তির সময় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে পাশ কাটিয়ে কর ও শুল্ক অব্যাহতি দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।


thebgbd.com/NIT