ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল, ২০২৫
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন ছবি : সংগৃহীত।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলের শুনানি শেষে এই আদেশ দেন।


মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের বিএনপি নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।


তবে জামিন না মঞ্জুর হলে তার অনুসারীরা গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে হট্টগোল ও সহিংসতা চালায়। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। ওই সহিংসতার ঘটনায় বহুজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে ব্যাখ্যা চেয়েছিল কেন তাকে জামিন দেওয়া হবে না। আজ সেই রুল নিষ্পত্তি করে হাইকোর্ট জামিনের আদেশ দেন।


thebgbd.com/NA