ঢাকা | বঙ্গাব্দ

ঘরের মাঠে হার, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে গেল মায়ামি

ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসির কাছে দুই লেগেই হেরে সেমি থেকে বিদায় নিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মে, ২০২৫
ঘরের মাঠে হার, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে গেল মায়ামি সেমিফাইনাল থেকে বিদায় নিল মেসির মায়ামি।

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সেমিফাইনালে প্রথম লেগে হেরে বিদায়ের শঙ্কায় ছিল লিওনেল মেসিদের ইন্টার মিয়ামি। ২-০তে পিছিয়ে থেকেও আশা ছিল ফিরতি লেগে ঘরের মাঠে মিয়ামির লড়াইয়ের। কিন্তু মেসি-সুয়ারেজরা ব্যবধান তো মেটাতে পারলেনই না, উল্টো ফিরতি লেগেও হারলেন বড় ব্যবধানে। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসির কাছে দুই লেগেই হেরে সেমি থেকে বিদায় নিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল।


চেজ স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে ভ্যাঙ্কুভারের সঙ্গে ৩-১ ব্যবধানে হেরেছে মিয়ামি। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে দলটি।


প্রথম লেগে ২-০তে পিছিয়ে থাকা মিয়ামি নবম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে গিয়েছিল। মেসির পাস পেয়ে আলবাকে দিয়ে গোল করান সুয়ারেজ। বিরতির পর তিন গোল করে বসে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার। মেসি বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।


কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের পর এখন মেসির পুরো মনোযোগ মেজর লিগ সকারে (এমএলএস)। যেখানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ফ্লোরিডার ক্লাবটি পাঁচে রয়েছে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। গত মৌসুমে এ প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টার্স শিল্ড ট্রফি জিতেছিল মিয়ামি। এমএলএসে তাদের পরবর্তী ম্যাচ শনিবার, প্রতিপক্ষ নিউইয়র্ক রেডবুলস।


আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। যেখানে এমএলএস থেকে জায়গা করে নিয়েছে মিয়ামি। ‘এ’ গ্রুপের তাদের প্রতিপক্ষ পালমেইরাস, আল-আহলি ও পোর্তো। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে ২৩ জুনের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে মিয়ামি। লিগপর্ব পেরতে পারলে প্রতিযোগিতায় মেসি-সুয়ারেজদের দেখা হয়ে যেতে পারে পুরনো কিছু ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে।


thebgbd.com/NIT