ঢাকা | বঙ্গাব্দ

মহান মে দিবসে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন

সারা দেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১ মে) পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মে, ২০২৫
মহান মে দিবসে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন ছবি : সংগৃহীত।

সারা দেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১ মে) পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও শহরে আয়োজন করা হয় র‌্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদানসহ নানাবিধ কর্মসূচি।


নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উদ্যোগে সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


এদিন জেলা বিএনপি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনও পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বিএনপির কর্মসূচিতে দলীয় নেতারা উপস্থিত ছিলেন। কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।


গোপালগঞ্জে জেলা প্রশাসনের নেতৃত্বে কর্মসূচি

গোপালগঞ্জে জেলা প্রশাসনের নেতৃত্বে সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জাতীয়তাবাদী শ্রমিক দলও পৃথকভাবে র‌্যালি ও সভার আয়োজন করে।


দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভা

দিনাজপুরে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও অধিকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


সিলেটে চা শ্রমিকদের অংশগ্রহণে র‍্যালি

সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। চা শ্রমিক ও অন্যান্য শ্রমজীবী সংগঠনও নানা কর্মসূচি পালন করে। পর্যটকদের সুবিধার্থে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও শ্রমিকদের বেতন ও ভাতা নিশ্চিত করা হয়।


মহান মে দিবস উপলক্ষে দেশব্যাপী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন দাবি ও অঙ্গীকারের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।


thebgbd.com/NA