ঢাকা | বঙ্গাব্দ

‘উত্তেজনা হ্রাসের’ আহ্বান

রুবিও ‘এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন’।
  • অনলাইন ডেস্ক | ০১ মে, ২০২৫
‘উত্তেজনা হ্রাসের’ আহ্বান সতর্ক প্রহরা।

কাশ্মীরে এক প্রাণঘাতী জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নয়াদিল্লি জানিয়েছে, উভয় পক্ষই রাতভর সীমান্তে আবারো গুলি বিনিময় করেছে। পাকিস্তানের মুজাফফরাবাদ থেকে এএফপি আজ এই খবর জানায়।


ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ায় বন্দুক হামলার জন্য ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দিয়েছেন।


এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে ইসলামাবাদ বলেছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ আছে  ভারত এখন একটি আসন্ন সামরিক হামলার পরিকল্পনা করছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে, ‘যেকোনো আগ্রাসনের দাঁতভাঙ্গা  জবাব দেওয়া হবে।’


এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার গভীর রাতে ভারতের শীর্ষ কূটনীতিক এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আলাদাভাবে ফোন করেছেন।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, রুবিও ‘এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন’ এবং ‘দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সাথে কাজ করতে ভারতকে উৎসাহিত করেছেন।’


ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এই আহ্বানের পর বলেছেন হামলার ‘অপরাধী, সমর্থক এবং পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ বৃহস্পতিবার  নয়াদিল্লি ভারী সামরিক নিয়ন্ত্রণ রেখা, কার্যত সীমান্তে উভয় পক্ষের মধ্যে টানা সপ্তম রাতে ছোট অস্ত্রের গুলিবর্ষণের খবর দিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড