ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন ক্যারিয়ারে হুথির হামলা

হুথি বাহিনী আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০১ মে, ২০২৫
মার্কিন ক্যারিয়ারে হুথির হামলা মার্কিন ক্যারিয়ার ইউএসএস কার্ল ভিনসন।

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন। মা’আন নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে ‘মিডল ইস্ট মনিটর’।


‘মিডল ইস্ট মনিটর’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়।


এই কর্মকর্তা জানান, এক অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান’কে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরই ইউএসএস কার্ল ভিনসনকে টার্গেট করা হয়। তিনি দাবি করেছেন, আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়।


কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে ধ্বংস হয়েছে। তাতে অন্তত ৬৮ জন নিহত ও আরো ৪৭ জন আহত হন।


ওইদিন ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরীতে অবতরণের সময় যুদ্ধবিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায়। এই ধরনের ঘটনা এটাই প্রথম।


সূত্র: এএফপি


এসজেড