ঢাকা | বঙ্গাব্দ

আ. লীগ নিষিদ্ধে ডাকা বিক্ষোভে সকলে যোগ দিন: হাসনাত আবদুল্লাহ

বৃহস্পতিবার (১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ আহ্বান জানান তিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ মে, ২০২৫
আ. লীগ নিষিদ্ধে ডাকা বিক্ষোভে সকলে যোগ দিন: হাসনাত আবদুল্লাহ ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ আহ্বান জানান তিনি।


তিনি আরও লিখেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।


এর আগে এনসিপির পক্ষ থেকে এ সমাবেশের কথা জানান দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার এবং দলটিসহ সব অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (২ মে) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করছি। আপনার সবাই স্বতঃস্ফুর্তভাবে যোগ দিন। 


গতকাল বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা জানান।


নাহিদ আরও বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্রজনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে যাওয়ার পরও সে আওয়ামী লীগের ব্যানারে দলের লোকেরা বাংলাদেশের মাটিতে মিছিল করার সাহস পায়। তাই আমরা সরকারের কাছে এই দল এবং এর সকল অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবি জানাই।


thebgbd.com/NA