প্রযুক্তিপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে প্রতীক্ষিত স্মার্টফোনগুলোর একটি হলো অ্যাপলের নতুন আইফোন। প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরকে ঘিরে বাড়ছে উত্তেজনা। কারণ প্রযুক্তির জগতে অ্যাপল মানেই নতুনত্ব, আর সেই ধারাবাহিকতায় ২০২৫ সালে আসছে আইফোন ১৭ প্রো মেক্স (iPhone 17 Pro Max)। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে থাকছে নজরকাড়া বেশ কিছু চমক। থাকছে ডিজাইন, শক্তিশালী চিপসেট এবং ক্যামেরায় এক নতুন ধারা। খবর: খালিজ টাইমস
কবে আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীদের প্রশ্ন কবে আসবে নতুন আইফোন? বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ‘২০২৫ সালের ১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে’ বাজারে আসতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসেই অ্যাপল তাদের নতুন ডিভাইস উন্মোচন করে, এবারের সময়সীমাও সেই ধারা অনুসরণ করছে।
দাম কত হতে পারে: আগের মডেল আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ছিল প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। যদিও অনেকেই আশা করছেন আইফোন ১৭ প্রো ম্যাক্স একই দামে পাওয়া যাবে, কিন্তু গুঞ্জন বলছে দাম কিছুটা বাড়তেও পারে।
আবার নতুন রিপোর্ট অনুযায়ী, দাম হতে পারে মাত্র ১ লাখ ১২ হাজার টাকা থেকে একটু বেশি। যা গ্রাহকদের জন্য হতে পারে বড় সুখবর! দাম কমার অন্যতম কারণ হতে পারে একটি নতুন সুপার-প্রিমিয়াম মডেল আইফোন ১৭ অ্যায়ার। যেটি হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন।
কী থাকছে নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্সে: অ্যাপল এবার তাদের নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্সে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। চলুন এক নজরে দেখে নিই-
নতুন ডিজাইন: ফোনের পেছনের অংশে থাকবে ‘গ্লাস ও অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে তৈরি হাইব্রিড কেসিং’, যা ফোনটিকে আরও টেকসই করবে।
ক্যামেরা সেটআপ: ক্যামেরায় আসছে বড় পরিবর্তন। ‘চওড়া হরিজন্টাল লেআউট’ অথবা নতুন ডিজাইনের বাম্পে থাকতে পারে ‘ট্রিপল-লেন্স ক্যামেরা সিস্টেম।’
স্ক্রিন সাইজ: ‘স্ক্রিনের আকার আগের মতোই থাকবে। ‘প্রো মডেল ৬.৩ ইঞ্চি’ এবং ‘প্রো মেক্স মডেল ৬.৯ ইঞ্চি’ স্ক্রিন নিয়ে আসবে।
চিপসেট: নতুন মডেলটি চালিত হবে ‘এ১৯ প্রো চিপসেট’ দিয়ে, যা তৈরি হচ্ছে ‘৩-ন্যানোমিটার প্রযুক্তিতে’। এতে ফোনের গতি এবং ব্যাটারির স্থায়িত্ব আরও উন্নত হবে।
আইফোন অ্যায়ার আরেকটি চমক: আইফোন ১৭ প্রো মেক্স ছাড়াও আলোচনায় রয়েছে অ্যাপলের সম্ভাব্য নতুন মডেল আইফোন অ্যায়ার। এটি হতে পারে অ্যাপলের তৈরি এখন পর্যন্ত ‘সবচেয়ে পাতলা স্মার্টফোন’। এর নকশা ও ফিচার নিয়েও প্রযুক্তি মহলে জল্পনা তুঙ্গে।
যদিও এখনো সব তথ্য আনঅফিশিয়াল, তবে গুঞ্জন ও লিকের উপর ভিত্তি করে বলা যায়, আইফোন ১৭ প্রো মেক্স হবে ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ডিভাইসগুলোর একটি। অ্যাপলের ভক্তরা এখন অপেক্ষায় রয়েছে সেপ্টেম্বরের সেই ঘোষণা মুহূর্তের।
thebgbd.com/NA