ঢাকা | বঙ্গাব্দ

ঈসা ফয়সাল পেলেন পুলিশের মর্যাদাপূর্ণ আইজি ব্যাজ

২০১৮ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন ঈসা ফয়সাল।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ মে, ২০২৫
ঈসা ফয়সাল পেলেন পুলিশের মর্যাদাপূর্ণ আইজি ব্যাজ ছবি : সংগৃহীত।

২০১৮ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন ঈসা ফয়সাল। এরপর থেকেই তিনি নিয়মিত খেলছেন বাংলাদেশ পুলিশ ফুটবল দলে। দক্ষ ফুটবল খেলার সুবাদে এখন তিনি জাতীয় ফুটবল দলের একজন নির্ভরযোগ্য সদস্য। এবার তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের মর্যাদাসম্পন্ন ‘আইজি ব্যাজ’ পেয়েছেন এই পুলিশ কনস্টেবল।


বৃহস্পতিবার (১ মে) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ঈসা ফয়সালের হাতে আইজি ব্যাজ তুলে দেন।


আইজি ব্যাজ প্রাপ্তির অনুভূতি জানিয়ে ঈসা ফয়সাল বলেন, এই সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সেবা, বিশেষ কীর্তি ও রাষ্ট্রীয় অবদানের জন্য আইজি ব্যাজ দেওয়া হয়। জাতীয় ফুটবল দলে খেলেই আমি বাংলাদেশ পুলিশের সম্মান বৃদ্ধি করতে পেরেছি, সেটিই আমার সবচেয়ে বড় অর্জন।


পেশাগতভাবে কনস্টেবল হলেও বছরের বেশিরভাগ সময় ফুটবল নিয়েই ব্যস্ত থাকেন ঈসা। তিনি বলেন, জাতীয় দলে কিংবা পুলিশ দলের হয়ে খেলাই আমার প্রধান দায়িত্ব। তবে জাতীয় নির্বাচন বা বিশেষ পরিস্থিতিতে পুলিশি দায়িত্বও পালন করি।


তার ভাষায়, পুলিশ আমার পেশা, আর জাতীয় ফুটবলার হওয়া আমার গর্ব। আমি চাই, দুই পরিচয়ে দেশকে সেবা দিতে। এজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।


একই অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং নারী দলের সহকারী কোচ মাহমুদা আক্তারকে রাজারবাগ পুলিশ লাইনে আমন্ত্রণ জানানো হয়। তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করে বাংলাদেশ পুলিশ।


বাংলাদেশ পুলিশ ফুটবল দলে বর্তমানে ১৫ জন পুলিশ সদস্য খেলছেন নিয়মিত। পাশাপাশি ক্লাব চুক্তির আওতায় বিদেশিসহ আরও প্রায় ২০ জন ফুটবলার রয়েছেন।


thebgbd.com/NA