ঢাকা | বঙ্গাব্দ

ফের চাঙা ক্রিপ্টোকারেন্সির বাজার, এক বিটকয়েনের দামই ৯৭,২৪৪ ডলার

বছরের শুরুতে পতনের মুখে থাকা ক্রিপ্টোকারেন্সি বাজার আবারও চাঙা হতে শুরু করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ মে, ২০২৫
ফের চাঙা ক্রিপ্টোকারেন্সির বাজার, এক বিটকয়েনের দামই ৯৭,২৪৪ ডলার ছবি : সংগৃহীত।

বছরের শুরুতে পতনের মুখে থাকা ক্রিপ্টোকারেন্সি বাজার আবারও চাঙা হতে শুরু করেছে। লাগাতার দাম বাড়তে বাড়তে বিটকয়েনের মূল্য ঠেকেছে ৯৭ হাজার ২৪৪ ডলারে, যা সপ্তাহ ব্যবধানে ২ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি।


আজ শুক্রবার (২ মে) সকালে এই রেকর্ড মূল্য পর্যবেক্ষণ করা হয়। বিটকয়েনের পাশাপাশি ইথারের দামও বেড়েছে ৩ দশমিক ৪১ শতাংশ, বর্তমানে যা বিক্রি হচ্ছে ১ হাজার ৮৪৮ ডলারে।


বাজারে ইতিবাচক গতি দেখা গেছে বাইন্যান্স কয়েনের ক্ষেত্রেও। দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে মুদ্রাটির দাম এখন ৬০০ ডলার। তবে ব্যতিক্রম সোলানা, যার দাম ১৫০ ডলার ৭০ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ০.০৭ শতাংশ কম।


বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরতে শুরু করেছে।



thebgbd.com/NA