যুক্তরাজ্যের নারী ট্রান্সজেন্ডার ফুটবলাররা আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে নীতিগত পরিবর্তন আনা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণ একটি আলোচিত বিষয়। অনেকে যুক্তি দেন, এটি ন্যায্য প্রতিযোগিতাকে ক্ষুণ্ণ করে।
গতকাল বৃহস্পতিবার (১ মে) প্রকাশিত এক বিবৃতিতে গত মাসে আদালতের দেওয়া রায়ের উদ্ধৃতি দিয়ে এফএ জানিয়েছে, ইংল্যান্ডে ট্রান্সজেন্ডাররা আর নারী ফুটবলে খেলতে পারবেন না এবং এই নীতি আজ থেকেই কার্যকর করা হবে।
এর আগে গত ১৫ এপ্রিল যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট রায় দেয়, 'নারী' শব্দটি কেবল জৈবিক লিঙ্গকে বোঝায়, পরিবর্তন করা লিঙ্গ পরিচয়কে নয়। যার অর্থ হলো: ট্রান্সজেন্ডার ব্যক্তিরা আইনতভাবে আর নারী হিসেবে বিবেচিত হবেন না।
'ফর উইমেন স্কটল্যান্ড' নামক একটি অ্যাক্টিভিস্ট সংগঠন একটি স্কটিশ আইনকে চ্যালেঞ্জ করার পর যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত থেকে এই রায় আসে। এফএ-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লাখ লাখ অপেশাদার খেলোয়াড়ের মধ্যে ৩০ জনেরও কম ট্রান্সজেন্ডার নারী নিবন্ধিত ছিল। অবশ্য এরাও বর্তমানে হোম নেশনসজুড়ে পেশাদার খেলায় খেলছেন না।
সূত্র: বিবিসি
thebgbd.com/NIT