শুক্রবার গভীর রাতে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়ার হামলায় ২০ জনেরও বেশি লোক আহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই এই হামলাগুলো চালায় রাশিয়া।
মস্কোর তিন বছরের আগ্রাসনের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিক এলাকায় রাশিয়ার হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ‘চারটি জেলায় রাশিয়ার বিশাল আক্রমণের কারণে প্রায় ৫০ জন আহত হয়েছে’। তিনি বলেন, আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। ড্রোন হামলায় আগুন লেগে যায়, আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
খারকিভ রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত এবং মস্কো এই এলাকায় ব্যাপক আক্রমণ চালিয়েছে। কিয়েভ এবং ওয়াশিংটন ইউক্রেনে খনিজ উত্তোলনের জন্য একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার পর এই হামলা ঘটল। মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উদযাপনের জন্য আগামী সপ্তাহে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। কিয়েভ এটিকে ‘কেবলমাত্র একটি কুচকাওয়াজের জন্য’ এই ‘কূটচাল’ বলে নিন্দা করেছে।
সূত্র: এএফপি
এসজেড