২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই সংস্কার কাজ শেষ করে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ মে) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পি আর সিস্টেমে নির্বাচন হলে কালো টাকার প্রভাব থাকবে না এবং সংসদে দলগুলো আনুপাতিক হারে আসন পাবে।”
তিনি নারীবিষয়ক সংস্কার কমিটি বাতিলেরও দাবি জানান। তার ভাষায়, বর্তমান সংস্কার কমিটির প্রস্তাব বাস্তবায়িত হলে তা কোরআনের পরিপন্থী হয়ে উঠবে।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাবে, আর পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতাও বেশি।”
thebgbd.com/NA