ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী গত এক বছর ধরে রূপালি পর্দা থেকে দূরে রয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন। তার শিগগিরই দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার স্বামী, অভিনেতা ওমর সানি।
একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওমর সানি বলেন, "মৌসুমী এখনই ফিরছেন না। শাশুড়ির শরীর ভালো না, তাই তিনি তার সঙ্গেই সময় কাটাচ্ছেন। এছাড়া, তার মেয়ে যুক্তরাষ্ট্রে একা থাকবে, সেটা সম্ভব নয়। সবার কথা চিন্তা করে, মৌসুমীর সেখানে থাকা বেশি জরুরি। সব কিছু মিলিয়ে তার দেশে ফিরতে কিছুটা সময় লাগবে।"
তিনি আরো বলেন, "মৌসুমী এখন আর অভিনয়ে ফিরতে চায় না। পরিস্থিতি দেখে সে আমাকে বলেছে, ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’। এই কথা শুনে খুবই দুঃখ পেয়েছি। তার মতো এক লিজেন্ডের জন্য কেউ ভালো কাজ তৈরি করবে না, এমনটা ভাবাই খুব কষ্টের।"
নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সানি বলেন, "এখনকার শিল্পীরা সৌজন্যবোধের অভাব দেখাচ্ছে। তারা মনে করে তারা এখন মৌসুমীর চেয়ে বড় তারকা।"
তবে এসব বিষয়ে আর মনোযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সানি। তিনি বলেন, "ক্যামেরা থেকে যতটা দূরে থাকা যায়, ততটাই ভালো।"
মৌসুমী, অভিনয়ের পাশাপাশি সংগীত ও পরিচালনাতেও সক্রিয় ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে গাইতে দেখা গেছে তাকে। ২৭ এপ্রিল 'বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল'-এ তিনি মঞ্চে পারফর্ম করেন।
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। তার প্রথম নায়ক ছিলেন প্রয়াত সালমান শাহ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা এবং পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
এদিকে, ওমর সানি এখন ব্যস্ত রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে, তবে অভিনয়ে ফিরতে কোনো বাধা নেই বলেও জানান। তিনি বলেন, "অভিনয় থেকে দূরে থাকার কোনো কারণ নেই, তবে আমার কাজের প্রস্তাব আসে না এমনটা নয়। কিছু কাজের প্রস্তাব আসে, কিন্তু সেগুলো আমার ব্যক্তিত্বের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়।"
তিনি জানান, সামনে একটি নতুন সিনেমায় তাকে দেখা যেতে পারে।
thebgbd.com/NA