চট্টগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে তিন সাংবাদিক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (০১ মে) সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন—ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার মীল, যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ খোরশেদুল আলম শামীম এবং দৈনিক পূর্বদেশের সাব-এডিটর শফিকুল ইসলাম খান।
জানা গেছে, মে দিবস উপলক্ষে চট্টগ্রামের সাংবাদিকরা পারকি বিচে পিকনিক আয়োজন করতে গিয়েছিলেন। সেখানে গাড়ির চাবি নিয়ে বাকবিতণ্ডার পর রেজাউল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক প্রদীপ মীলকে অপহরণের চেষ্টা করা হয়, কিন্তু স্থানীয় লোকজন এসে তাদের হাত থেকে সাংবাদিকদের উদ্ধার করে এবং দুই হামলাকারী—রেজাউল ইসলাম (৩২) ও শহীদ ওরফে কোরবান আলী (২৬)—কে আটক করে পুলিশে দেয়।
খুলশী থানার ওসি আফতাব আহমেদ জানিয়েছেন, দুই হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেছেন, হামলার নেতৃত্বদানকারী রেজাউলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে তাঁরা ধারণা করছেন এটি পরিকল্পিত হামলা ছিল।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিক সংগঠন এবং হামলাকারীদের শাস্তির দাবি করেছে।
thebgbd.com/NA