ঢাকা | বঙ্গাব্দ

মানবিক করিডর ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি হয়নি

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৫
মানবিক করিডর ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি হয়নি ফাইল ছবি

রোহিঙ্গা সংকট ঘিরে রাখাইন রাজ্যে মানবিক সহায়তার করিডর গঠনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনও ধরনের চুক্তি বা সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) খালেদুল রহমান। রোববার (৪ মে) ঢাকায় রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।


খলিলুর রহমান বলেন, রাখাইনে মানবিক পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছে, তবে সেটি শুধুমাত্র মানবিক সহায়তার জন্য। জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে এবং এর মাধ্যমে শুধুমাত্র ত্রাণ ও খাদ্য সরবরাহ করা হবে—অস্ত্র বা কোনো সামরিক উপাদান নয়। তিনি আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য রাখাইনে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যাতে মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানো সম্ভব হয়।


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, “বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে এবং দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই।” পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গারা অবশ্যই নিজ দেশে ফিরে যাবে। বিষয়টি সহজ না হলেও সরকার এটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”


সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। তিনি বলেন, ইতিহাস বলে—রোহিঙ্গা সংকটের মতো সমস্যা শান্তিপূর্ণভাবে নয়, বরং অনেক সময় সংঘাতের মাধ্যমেই সমাধান হয়েছে। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা আন্দোলনের দৃষ্টান্ত তুলে ধরেন।


রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও বাস্তব প্রতিফলন এখনও স্পষ্ট নয়। তবে নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টাদের সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোচনার সূচনা করেছে।


thebgbd.com/NIT