ঢাকা | বঙ্গাব্দ

৭ দিনের আল্টিমেটাম, অটোরিকশা বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৫
৭ দিনের আল্টিমেটাম, অটোরিকশা বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ফাইল ছবি

ব্যাটারিচালিত অটোরিকশা আমদানি, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে নামবে।


রোববার (৪ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা।


নেতারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে ‘ঘাতকে’ পরিণত হয়েছে। তারা অভিযোগ করেন, সড়কে দুর্ঘটনার বড় একটি অংশের জন্য এই অটোরিকশাগুলো দায়ী। শুধু দুর্ঘটনাই নয়, যানজটের অন্যতম কারণও এই যানবাহনগুলো।


সংগঠনের বক্তব্যে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করা হয়। বক্তারা বলেন, “শেখ হাসিনা এই অটোরিকশার অবাধ চলাচলের সুযোগ করে দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন।”


তাদের অভিযোগ, “হাসিনার দোসররা অটোরিকশা বন্ধে আগ্রহী নন। তাই ৫ আগস্টের পর শহরে অটোরিকশার সংখ্যা তিনগুণ বেড়ে গেছে।”


নিসআ দাবি করে, মূল সড়কে অটোরিকশা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। একইসাথে যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রিও বন্ধ করতে হবে।


তবে শুধুই নিষেধাজ্ঞা নয়, সংগঠনটি অটোচালকদের পুনর্বাসনের দাবিও তোলে। তারা বলেন, “এই যান বন্ধ করলে চালকদের জীবিকার দিকটিও সরকারকে ভাবতে হবে।”


সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে দাবি মানা না হলে শিক্ষার্থীরা রাজপথে নামবে এবং অটোরিকশা বন্ধে কঠোর আন্দোলন শুরু করবে।


নিরাপদ সড়ক আন্দোলনের এমন ঘোষণায় রাজধানীর যানবাহন খাতের বিভিন্ন মহলে উত্তেজনা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এখনো সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


thebgbd.com/NIT