২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ রাখার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি জানান, করের হার কমিয়ে ব্যবসায়ীদের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
রোববার (৪ মে) রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত “২০২৫-২৬ সালের জাতীয় বাজেটের আর্থিক সমস্যাসমূহ: অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বৃদ্ধি” শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা এমন একটি বাজেট উপস্থাপন করতে চাই, যা ব্যবসা-বান্ধব হবে। কর কাঠামো সহজ করে ট্যাক্স কমানোর চেষ্টা থাকবে, যাতে ব্যবসায়ীদের ব্যয় কমে এবং বিনিয়োগে উৎসাহ তৈরি হয়।”
এ সময় তিনি সব টিআইএনধারী ব্যক্তিকে আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “যারা রিটার্ন জমা দেবেন না, এনবিআর তাদের শনাক্ত করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবে।”
এনবিআর প্রধানের এই বক্তব্য নতুন বাজেট ঘিরে ব্যবসায়ী মহলের মধ্যে আশাবাদ তৈরি করেছে। ট্যাক্স কমানোর ঘোষণায় উদ্যোক্তারা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি এনবিআরের কঠোর নজরদারির বার্তায় কর ফাঁকি দেওয়ার প্রবণতাও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
thebgbd.com/NIT