ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় রাশিয়া

বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অধীনে কাজ করতে চায় রাশিয়া—এমন বার্তা দিয়েছে দেশটির প্রতিনিধি দল।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৫
নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় রাশিয়া ফাইল ছবি

বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অধীনে কাজ করতে চায় রাশিয়া—এমন বার্তা দিয়েছে দেশটির প্রতিনিধি দল। রোববার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে আমীর খসরু বলেন, “যেসব দেশের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যু রয়েছে, তারা সবাই একটি নির্বাচিত ও প্রতিনিধিত্বশীল সরকারের জন্য অপেক্ষা করছে। কারণ, সেসব সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী এবং জনগণের ম্যান্ডেট ছাড়া তা টেকসই হয় না।”


তিনি আরও বলেন, “সরকারি হোক বা বেসরকারি, বিদেশি বিনিয়োগকারীরা সবাই চায় একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী রাষ্ট্রগুলোও সেই দিকেই তাকিয়ে আছে।”


রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে খসরু বলেন, “এই প্রকল্পের বর্তমান বিনিয়োগ ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আছে। দ্রুত শেষ করে কিভাবে সেটি হস্তান্তর করা যায়—সেই বিষয়েও কথা হয়েছে। প্রয়োজনে সময় বাড়ানো যেতে পারে।”


এছাড়া রাশিয়ায় বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ আরও সহজ ও সম্প্রসারিত করতে বাণিজ্য সহযোগিতা চেয়েছে বিএনপি। আমীর খসরু জানান, রাশিয়া সে বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।


এই বৈঠককে বিএনপি কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখছে এবং মনে করছে, আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। তবে এ বিষয়ে রুশ দূতাবাস থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।


thebgbd.com/NIT