রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গারা অবশ্যই মিয়ানমারে ফিরে যাবে, তবে সেটা কখনোই জোর করে নয়। তিনি মনে করেন, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না করে রোহিঙ্গা প্রত্যাবাসনের বাস্তব কোনো সম্ভাবনা নেই।
রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেখানে বক্তব্যে তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে—একটি হচ্ছে অধিকার, অপরটি নিরাপত্তা। এই দুইটি নিশ্চয়তা না থাকলে তাদের ফিরিয়ে দেওয়া মানবিকভাবেই গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, "যারা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছে, তাদের আবার সেই নির্যাতনের জায়গায় পাঠানো কি ন্যায্য হবে?"
তিনি আরও বলেন, “আমরা অযৌক্তিক কোনও প্রত্যাশা করছি না। তবে এটাও বাস্তবতা, মিয়ানমারে যদি সত্যিকারের পরিবর্তন না আসে এবং সেই পরিবর্তন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পায়, তাহলে রোহিঙ্গারা ফিরে যেতে চাইবে না।”
দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান সম্ভব কি না—এ প্রশ্নে সংশয় প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দ্বিপাক্ষিক আলোচনায় বাস্তব কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
তৌহিদ হোসেন এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেন, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং বাস্তবভিত্তিক হবে।
এই সেমিনার থেকে স্পষ্ট বার্তা পাওয়া গেছে, বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সেটি হতে হবে মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই—কোনো প্রকার জবরদস্তিমূলকভাবে নয়।
thebgbd.com/NIT