ঢাকা | বঙ্গাব্দ

‘সংস্কারের সূচনা বিএনপিই করেছে, প্রশ্ন তুলে বিভ্রান্ত করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক’

সংস্কারের প্রশ্নে বিএনপিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৫
‘সংস্কারের সূচনা বিএনপিই করেছে, প্রশ্ন তুলে বিভ্রান্ত করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ ছবি : সংগৃহীত।

সংস্কারের প্রশ্নে বিএনপিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, “বিএনপিই দেশে প্রকৃত অর্থে রাজনৈতিক সংস্কারের সূচনা করেছে।”


রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, “আমরা বরাবরই বলছি—দেশে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হলে রাজনৈতিক সংস্কার প্রয়োজন। বিএনপি সেই চেষ্টাই করছে। কিন্তু একটি মহল তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যাতে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা যায়। এ প্রচেষ্টা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।”


তিনি আরও বলেন, “বিএনপি কখনোই মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে নয়। গণমাধ্যমের স্বাধীনতায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, কিন্তু অন্যের ওপর অন্যায়ভাবে মত চাপিয়ে দিই না।”


গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে বর্তমান সরকারের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “কোনো সংবাদ প্রকাশিত হলে তা পছন্দ না হলে পুরো প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। মব তৈরি করে প্রতিষ্ঠান ঘেরাও করা হয়। এটি কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না।”


সভায় তিনি দেশে গণমাধ্যমের ক্রমাগত সংকুচিত পরিসর এবং ভিন্নমতের প্রতি দমননীতির বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


thebgbd.com/NA