ঢাকা | বঙ্গাব্দ

আফতাবনগরে কোরবানির হাট বসানো স্থগিত, হাইকোর্টের নির্দেশ

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৫
আফতাবনগরে কোরবানির হাট বসানো স্থগিত, হাইকোর্টের নির্দেশ ছবি : সংগৃহীত।

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও ওই এলাকায় কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।


রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।


রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। তিনি জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। অথচ একই বিষয়ে হাইকোর্টে একটি রুল ইতোমধ্যেই বিচারাধীন রয়েছে।


এ অবস্থায় ইজারা কার্যক্রম এগিয়ে নেওয়া আদালতের অবমাননার শামিল উল্লেখ করে তিনি ২৫ এপ্রিল হাইকোর্টে রিট দায়ের করেন।


আজকের আদেশে আদালত ইজারা কার্যক্রম স্থগিতের পাশাপাশি সংশ্লিষ্টদের কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন। আইনজীবীর ভাষ্য, আদালতের এ নির্দেশের ফলে চলতি বছর আফতাবনগর এলাকায় পশুর হাট বসানোর আইনগত সুযোগ থাকছে না।


আবাসিক এলাকায় বারবার পশুর হাট বসানো নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ থাকায় বিষয়টি নিয়ে কয়েক বছর ধরেই আইনি লড়াই চলছে। হাইকোর্টের এই আদেশ সেই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


thebgbd.com/NA