সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের কারাগারে আটকে রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, সরকারের উদ্দেশ্যই বিএনপির নেতাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে দুরে রাখা।
রোববার (৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার শাহরিন তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, “সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করে তাদের আটকে রেখেছে। এর মাধ্যমে তারা রাজনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”
এসময় রিজভী আরও বলেন, “সরকার জনগণের সাথে নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তারা অন্তর্বর্তী সরকারের গঠনেও আগ্রহী নয়, বরং তাদের উদ্দেশ্য হলো দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কিছু লোক অন্তর্বর্তী সরকার গঠন করতে চায় না, তারা বিভিন্নভাবে বিষয়টিকে স্থগিত রাখছে।”
এছাড়া রাখাইনে মানবিক করিডর দেওয়ার সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, “সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটির নিরাপত্তা ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।”
তিনি জানান, বিএনপি এই ইস্যুতে কঠোর অবস্থান নেবে এবং জনগণের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবে।
thebgbd.com/NA