ঢাকা | বঙ্গাব্দ

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৫
ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম ছবি : সংগৃহীত।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দেয়। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।


এছাড়া অটোগ্যাসের দামও ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ৬৬ টাকা ৪১ পয়সা।


এর আগে গত মাসে (এপ্রিল) এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে মার্চে দাম কমেছিল ২৮ টাকা, আর ফেব্রুয়ারিতে বেড়েছিল ১৯ টাকা। জানুয়ারিতে একবার দাম অপরিবর্তিত থাকলেও পরে ৪ টাকা বাড়ানো হয়।


অটোগ্যাসের ক্ষেত্রেও সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার ওঠানামা করেছে দাম। মার্চে এক লাফে ১ টাকা ৩১ পয়সা বাড়ানো হয়, ফেব্রুয়ারিতে বেড়েছিল ৮৯ পয়সা, আর জানুয়ারিতে একাধিকবার সামান্য কমানো ও বাড়ানোর পরিবর্তন দেখা যায়।


বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম কমার প্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজারে দাম সমন্বয় করা হয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমানো হলেও সাতবার বাড়ানো হয়েছিল। দাম ছিল অপরিবর্তিত শুধুমাত্র ডিসেম্বরে।


thebgbd.com/NA