ঢাকা | বঙ্গাব্দ

ভারত-দুবাইয়ের চেয়ে ভরিতে কত বেশি বাংলাদেশে স্বর্ণের দাম?

বিশ্ববাজারের চেয়ে দেশের বাজারে স্বর্ণের দাম অনেকটা বেশি।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ মে, ২০২৫
ভারত-দুবাইয়ের চেয়ে ভরিতে কত বেশি বাংলাদেশে স্বর্ণের দাম? ফাইল ছবি

টানা ৪ দফা স্বর্ণের দাম বাড়ানোর পরে দেশের বাজারে আরেক দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা।


দেশে স্বর্ণের দাম কত হবে, তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির নেতারা বিভিন্ন সময় বলেছেন, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে মিলিয়ে তারা দেশের দাম ঠিক করেন। কয়েক দিন পরপরই নতুন দাম ঘোষণা করা হয়।


তবে বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববাজারের চেয়ে দেশের বাজারে স্বর্ণের দাম অনেকটা বেশি। 


দুবাই জুয়েলারি গ্রুপ নামে জুয়েলার্স সমিতির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রোববার (৪ মে) ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ৪ হাজার ২১৭ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।


ভারতের বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া দর বলছে, দেশটিতে রোববার (৪ মে) স্বর্ণের গয়নার দোকান প্রতি ভরি দর ছিল ১ লাখ ৬ হাজার ৯৫৯ রুপি। অর্থাৎ ১ লাখ ৫৩ হাজার ৬৫৮ টাকা।


দেখা যাচ্ছে, দুবাইয়ের চেয়ে বাংলাদেশে স্বর্ণের দর প্রায় ভরিতে সাড়ে ২৯ হাজার টাকা এবং ভারতের চেয়ে প্রায় ১৫ হাজার টাকা বেশি।


উল্লেখ্য, স্বর্ণের যে দাম দুবাই ও ভারতের দোকানগুলোতে নির্ধারিত রয়েছে, তার সঙ্গে অলংকার তৈরির মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) যুক্ত হবে। বাংলাদেশেও ভ্যাট ও মজুরি যোগ হয়।


thebgbd.com/NIT